অভিনেত্রী হওয়ার পাশাপাশি, তিনি অন্যতম জনপ্রিয় একজন মডেল।



করিনা কপূর মানেই তো আত্মবিশ্বাস, তা ধরা পড়ে অভিনেত্রীর সমস্ত কাজেই।



সদ্য মার্জার সরণীতে হাঁটা নিয়ে এমনই একটি অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন করিনা



করিনা সবসময় বিশ্বাস করেন, মন যা চায়, তাইই করা উচিত।



সেই কারণে যখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তখনও হেঁটেছিলেন মার্জার সরণীতে।



করিনা মনে করেছিলেন, যখন তিনি সাইজ জিরো ছিলেন, তখন যখন মার্জার সরণীতে হেঁটেছেন, তাহলে অন্তঃসত্ত্বা অবস্থায় নয় কেন?



করিনার মতে, শেষমেষ হৃদয় দিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত। করিনার মন বলেছিল, বেবি বাম্প লুকনোর কিছু নেই.



সেই কারণেই মাতৃদিবস থিমের একটি মার্জার সরণীতে অন্তঃসত্ত্বা অবস্থাতেই হেঁটেছিলেন করিনা।



করিনাই প্রথম, যিনি গোটা ফ্যাশন ইস্টাস্ট্রিকে শিখিয়েছিলেন বেবিবাম্প মানেই লুকনো নয়, সেটা স্টাইলের সঙ্গে গোটা পৃথিবীকে দেখানো যায়।



সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্প নিয়ে সম্ভবত প্রথম ফটোশ্যুট করেছিলেন করিনাই।