সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় 'তুফান' সিনেমার গান 'দুষ্টু কোকিল'। এই গানে দেখা গিয়েছে মিমিকে।



'তুফান' সিনেমায় মিমির বিপরীতে দেখা গিয়েছে শাকিব খানকে।



এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছিলেন মিমি চক্রবর্তী।



সূত্র বলছে, সেই সময়ে নাকি কেবল কফি আর ফল খেতেন মিমি



মুক্তির আগের দিন, সাংবাদিক সম্মেলনে সবার সামনে এই নিয়ে কথাও হয় প্রযোজক-নায়িকার।



বাংলাদেশের পরে, আজ ভারতে মুক্তি পেল 'তুফান'। এই ছবিকে রয়েছেন চঞ্চল চৌধুরীও।



ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির গান 'লাগে উরা ধুরা' আর দুষ্টু কোকিল।



এই ছবির প্রচারে কলকাতায় এসে শাকিব বলেছিলেন, 'আমি দুই বাংলার হিরো হতে চাই'



বাংলাদেশে এই ছবিটাই মিমির প্রথম কাজ।