ABP Ananda


সুস্মিতা সেনকে সাক্ষাৎকার নিতে ডেকে, মুখের ওপর গোল্ড ডিগার বললেন রিয়া চক্রবর্তী!


ABP Ananda


তারপরেই অবশ্য রিয়ার মন্তব্য, 'আমি তোমার থেকেও বড় গোল্ড ডিগার কিন্তু'


ABP Ananda


কিন্তু এই সংলাপের কারণ কী? কেনই বা এমন কটাক্ষের মুখে সুস্মিতা সেন?


ABP Ananda


আসলে চ্যাপ্টার ৩ বলে একটি ইন্টারভিউ সেশনের শো আনছেন রিয়া চক্রবর্তী, এ তারই টিজার।


ABP Ananda


রিয়ার প্রথম এপিসোডে মন খোলা আড্ডা দিতে দেখা গেল সুস্মিতা সেনকে।


ABP Ananda


আপাতত রোহমান শলের সঙ্গে সম্পর্কে থাকলেও, সুস্মিতা নাকি একসময়ে সম্পর্কে ছিলেন ললিত মোদির সঙ্গে।


ABP Ananda


সেই সময়ে সুস্মিতাকে অনেকেই গোল্ড ডিগার বলে কটাক্ষ করেছিল। তবে সে সব এখন অতীত।


ABP Ananda


সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রেম করার জন্য গোল্ড ডিগার তকমা জুটেছিল রিয়া চক্রবর্তীর কপালেও।


ABP Ananda


সুস্মিতাকে উচ্ছ্বসিত শোনাল এই টক-শো-তে এসে। রিয়ার সঙ্গে কথা বলে তিনি খুব খুশি।



অন্যদিকে কঠিন চারটে বছর পেরিয়ে নিজের জীবনের যেন দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন রিয়া।