ABP Ananda


বুধবার আয়োজিত হয়েছিল অনন্ত অম্বানি আর রাধিকা মার্চেন্টের 'মামেরু' অনুষ্ঠান।


ABP Ananda


এই অনুষ্ঠানে মণীশ মলহোত্রর বাঁধনি লেহঙ্গায় সেজেছিলেন রাধিকা মার্চেন্ট।


ABP Ananda


বেনারসি ব্রোকেট আর ঠাসা বাঁধনির কাজে গোলাপি আর কমলা রঙে সাজিয়ে তোলা হয়েছিল রাধিকার লেহঙ্গা


ABP Ananda


গোলা লেহঙ্গার সোনালি পাড়ে সোনার তারের কাজ করা ছিল।


ABP Ananda


রাধিকা যে লেহঙ্গা পরেছিল, তাতে হাতে বুনে কাজ করে ফুটিয়ে তোলা হয়েছিল দুর্গা-শ্লোক।


ABP Ananda


৩৫ মিটার বাঁধনি কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল রাধিকার বাঁধনি লেহঙ্গা।


ABP Ananda


ব্যাকব্যাশ করে চুলে একটি ভারি গয়না পরেছিলেন রাধিকা, এটাই তাঁর সাজের অন্যতম আকর্ষণ


ABP Ananda


গলায় হাতে ও কানে ভারি সোনার গয়না পরেছিলেন রাধিকা, মাথায় ছিল টিকলি।


ABP Ananda


রাধিকাকে লেহঙ্গা পরিয়ে দিয়েছিলেন স্বনামধন্য ড্রেপার ডলি জৈন।


ABP Ananda


সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল রাধিকার মামেরু অনুষ্ঠানের সাজ।