একটা সময়ে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি, তবে এখন বলিউড থেকে অনেক দূরে এই নায়িকা।

Published by: ABP Ananda
Image Source: IMDb

নায়িকার নাম প্রিয়া গিল। শাহরুখের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়া।

Image Source: IMDb

আর 'জোশ' ছবিতে শ্যুটিং করতে গিয়ে শাহরুখ খানকে নাকি কষিয়ে চড় মেরেছিলেন প্রিয়া!

Image Source: IMDb

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়া বলেছেন, সেই মুহূর্তের কথা তিনি কখনও ভুলতে পারবে না।

Image Source: Youtube/Lehren Podcast

প্রিয়া বলেছিলেন, গানে একটি দৃশ্য ছিল যে তাঁকে শাহরুখ খানকে চড় মারতে হবে।

Image Source: IMDb

পরিচালত মনসুর খান প্রিয়াকে নির্দেশ দিয়েছিলেন, তিনি যেন শাহরুখকে যথেষ্ট জোরে চড় মারেন!

Image Source: IMDb

কিন্তু প্রিয়া ভয় পাচ্ছিলেন যে শাহরুখ খান বিষয়টিকে কীভাবে নেবে? তিনি শ্যুটিং করতেই পারছিলেন না।

Image Source: IMDb

অবশেষে শাহরুখ খান নিজেই বিষয়টিকে সহজ করে তোলেন ও প্রিয়াকে বলেন তাঁকে জোরে চড় মারতে

Image Source: IMDb

প্রিয়া শাহরুখকে চড় মারার পরে গোটা সেট চুপ হয়ে গিয়েছিল, তবে স্বাভাবিক ছিলেন শাহরুখ।

Image Source: IMDb

প্রিয়া বলিউড ছেড়ে দিয়েছেন বহুদিন। বর্তমানে তিনি নিজের মতো সংসার করছেন।

Image Source: IMDb