ABP Ananda


মনামী মানেই ফ্যাশানিস্তা, বিচিত্র পোশাকের কালেকশন তাঁর। প্রতিবারই ফিল্মফেয়ারে তাক লাগান মনামী ঘোষ


ABP Ananda


বাদ গেল না এবারেও। ফিল্মফেয়ারের দুটি দিনই দু রকম পোশাকে তাক লাগান মনামী। কী কী ছিল সেই পোশাকের বিশেষত্ব?


ABP Ananda


সদ্য দোলের একটি অনুষ্ঠানে একেবারে পুরুষের পোশাক, ধুতি, পাঞ্জাবি পরে এসেছিলেন মনামী। তাক লাগিয়েছিলেন সেখানেও।


ABP Ananda


ফিল্মফেয়ারের প্রথমদিন মনামী পরেছিলেন প্লাস্টিক দিয়ে তৈরি একটি সাদা ফ্রক


ABP Ananda


আর মনামীর হাতের স্বচ্ছ ব্যাগের মধ্যে খেলা করছিল একটি জ্যান্ত মাছ!


ABP Ananda


এই পোশাকের মধ্য়ে দিয়ে মনামী প্রাণীজগতকে বাঁচিয়ে রাখার একটি পরিবেশবান্ধব বার্তাই দিতে চেয়েছেন।


ABP Ananda


দ্বিতীয়দিন মনামী পড়েছিলেন ৪৫ কেজির একটি দড়ির পোশাক! যদিও তাঁর ওজন ৪২ কেজি!


ABP Ananda


মনামীর এই দড়ির পোশাক AI থেকে অনুপ্রাণিত। প্রথমে তৈরি করার পরে এই পোশাকটির ওজন হয়েছিল ৮০ কেজি।


ABP Ananda


৪২ কেজির একজন মানুষের পক্ষে ৮০ কেজির পোশাক বহন করা সম্ভব নয়। কাজেই সেই পোশাকের ওজন কমিয়ে আনা হয়


ABP Ananda


তবুও নিজের ওজনের থেকে বেশি ওজনের পোশাক পরেই ফিল্মফেয়ারের মঞ্চে তাক লাগালেন মনামী