তাঁর বয়স বোঝা যায় না। ডায়েট থেকে শরীরচর্চা, সবই মেনে চলেন তিনি।



বাঙালি এই অভিনেত্রী টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। গার্গী রায়চৌধুরী।



গার্গীকে তাঁর ডায়েটের কথা জিজ্ঞাসা করলেই বলেন, তিনি রোজ বাড়ির খাবারই খান।



কিন্তু সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি জলখাবারের রেসিপি শেয়ার করে নিয়েছেন গার্গী।



অভিনেত্রীর এই রেসিপি একদিকে যেমন স্বাস্থ্যকর, তেমন সুস্বাদুও বটে।



প্রথমেই পরিমাণ মতো দই নিয়ে ভাল করে ফেটিয়ে নিন।



এবার সেই দইয়ের মধ্যে দিয়ে দিন এক চামচ চিয়া সিডস।



এবার দইয়ের মধ্যে দিয়ে দিন এক চামত মিক্সড সিড। তারপরে ভিজিয়ে রাখুন সারা রাত।



সকালে খাওয়ার সময় ওপরে ফেলে নিন কয়েকটা চেরি। এতে খাবারটা সুস্বাদু লাগবে।



গার্গী নিয়মিত সকালের জলখাবারে এই খাবারটি খেতে ভালবাসেন।