রোম্যান্টিক থেকে অ্যাকশন, সব ধরনের চরিত্রেই তিনি সমান পারদর্শী। তাঁর খ্যাতি ভারত ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। তিনি প্রিয়ঙ্কা চোপড়া।



একাধিক বিদেশি অ্যাকশন ছবিতে কাজ করছেন তিনি। ফলে শারীরিক কসরত যে ভালই করতে হচ্ছে তা বলাই বাহুল্য।



বিদেশের মাটিতে থাকলেও তিনি যে একেবারে 'দেশি গার্ল' তা তাঁর পোস্টে স্পষ্ট। পায়ের তলায় রসুন ঘষে একেবারে দেশি টোটকায় বিশ্বাসী তিনি এখনও।



অনেকের মনেই প্রশ্ন এই টোটকা কোন কাজে লাগে? জানেন কি শরীরে ব্যথা বা চোট মেরামতিতে এই পদ্ধতি প্রবল কার্যকরী?



'দ্য ব্লাফ' ছবির অ্যাকশন দৃশ্যে শ্যুটিংয়ের ফলে ছোটখাটো চোট লেগেছে অভিনেত্রীর। তা সারাতেই এবার ঘরোয়া টোটকা। জেনে নিন এর উপকারিতা।



রসুনের কোয়া কাটলে বা পিষলে তা অ্যালিসিন নামক এক রাসায়নিকের উৎপাদন হয় যা পায়ের তলায় ঘষলে সরাসরি ত্বকের মাধ্যমে রক্তে মেশে।



এই অ্যালিসিন রক্তের শর্করা, কোলেস্টেরল, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। সমীক্ষা বলছে ক্যান্সার প্রতিরোধেও সহায়ক।



এছাড়া ওয়ার্কআউটের পর পেশির যন্ত্রণা প্রশমনে এই অ্যালিসিন কার্যকর। এছাড়া নানা ধরনের ইনফেকশন থেকেও বাঁচায়।



জয়েন্ট বা পেশির যন্ত্রণা কমাতে, প্রদাহ কমাতে, ফোলা কমাতে এবং বিশেষত ক্লান্ত, ব্যথা হয়ে থাকা পায়ের পাতাকে আরাম দেয় রসুন।



তবে হ্যাঁ, নিজের দৈনন্দিন জীবনে এই ব্যবহার চালুর আগে পরীক্ষা করে নেওয়া বা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন।



Thanks for Reading. UP NEXT

সইফের 'লাল কপ্তান' ঢঙে দাড়ি রাখতে চান? রইল সহজ টিপস

View next story