কেরিয়ারের একেবারে প্রথমদিকে সমালোচিত হতে হয়েছিল তাঁর গলার স্বর নিয়ে।

Published by: ABP Ananda
Image Source: yashrajfilmstalent/instagram

তবে সেই গলার স্বরকেই নিজের অন্যতম অস্ত্র করে তুলেছেন রানি মুখোপাধ্যায়।

Image Source: yashrajfilmstalent/instagram

একটা সময়ে তিনি অভিনয় করার পরে, তাঁর গলা ডাবিং করে বদলে দেওয়া হয়েছিল অন্যজনের গলার সঙ্গে।

Image Source: yashrajfilmstalent/instagram

পরবর্তীকালে আমির খান থেকে শুরু করে কর্ণ জোহর প্রত্যেকেই প্রশংসা করেছিলেন রানি মুখোপাধ্যায়ের গলার।

Image Source: yashrajfilmstalent/instagram

রানি মুখোপাধ্যায়ই একমাত্র যিনি একই সঙ্গে সেরা অভিনেত্রী আবার সেরা সহ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন।

Image Source: yashrajfilmstalent/instagram

২০১৪ সালে, আদিত্য চোপড়ার সঙ্গে লুকিয়ে বিয়ে সারেন রানি মুখোপাধ্যায়

Image Source: yashrajfilmstalent/instagram

তাঁদের বিয়ের কথা প্রকাশ্যে আসলেও এখনও পর্যন্ত বিয়ের কোনও ছবিই প্রকাশ্য়ে আনেননি রানি বা আদিত্য কেউই।

Image Source: yashrajfilmstalent/instagram

রানি মুখোপাধ্যায় বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। এর জন্য তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

Image Source: yashrajfilmstalent/instagram

অভিনয়ের পাশাপাশি, ইন্টেরিয়ার ডিজাইনিংয়েও ঝোঁক আছে রানি মুখোপাধ্যায়ের।

Image Source: yashrajfilmstalent/instagram

রানি একাধিক জায়গায় বলেছিলেন, তিনি অভিনেত্রী না হলে ইন্টেরিয়ার ডিজাইনার হতেন।

Image Source: yashrajfilmstalent/instagram