২০১৯ সালে মুক্তি পায় 'লাল কপ্তান'। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়লেও সইফ আলি খানের লম্বা চুল দাড়ির লুক ভাইরাল হয় প্রবল।
ABP Ananda

২০১৯ সালে মুক্তি পায় 'লাল কপ্তান'। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়লেও সইফ আলি খানের লম্বা চুল দাড়ির লুক ভাইরাল হয় প্রবল।



অনেকেই লম্বা দাড়ি রাখতে চান। কিন্তু কীভাবে দাড়ি বাড়বে তাড়াতাড়ি, বা যত্ন নেবেন কীভাবে, বুঝতে পারেন না। তাই রইল সহজ টিপস।
ABP Ananda

অনেকেই লম্বা দাড়ি রাখতে চান। কিন্তু কীভাবে দাড়ি বাড়বে তাড়াতাড়ি, বা যত্ন নেবেন কীভাবে, বুঝতে পারেন না। তাই রইল সহজ টিপস।



দাড়ি বাড়াতে হলে ধৈর্য্য ধরতে হবে। প্রথম কয়েক সপ্তাহ অসমানভাবে দাড়ি বাড়ে। এরপর তা শুষ্ক হতে শুরু করলে চুলকানি বাড়ে।
ABP Ananda

দাড়ি বাড়াতে হলে ধৈর্য্য ধরতে হবে। প্রথম কয়েক সপ্তাহ অসমানভাবে দাড়ি বাড়ে। এরপর তা শুষ্ক হতে শুরু করলে চুলকানি বাড়ে।



কিন্তু চিন্তা করবেন না, এরকম সকলের ক্ষেত্রেই হয়। চুলকালেই দাড়ি কামিয়ে ফেলবেন না। অন্তত ৩-৪ মাস ধরে দাড়ি বাড়ান।
ABP Ananda

কিন্তু চিন্তা করবেন না, এরকম সকলের ক্ষেত্রেই হয়। চুলকালেই দাড়ি কামিয়ে ফেলবেন না। অন্তত ৩-৪ মাস ধরে দাড়ি বাড়ান।



ABP Ananda

অনেকেই ভাবেন হেয়ার প্রোডাক্ট অর্থাৎ মাথার চুলে ব্যবহারের জিনিস দাড়িতেও ব্যবহার করা যায়। কিন্তু এমন ধারণা একেবারেই ভুল।



ABP Ananda

মুখের ত্বক, মাথার ত্বকের থেকে আলাদা অনেকটাই। চুলে দেওয়ার তেল মুখের রোমকূপ বুজিয়ে দিতে পারে, ফলে দাড়ি বাড়ার বদলে সমস্যা বাড়বে।



ABP Ananda

চিকিৎসকের পরামর্শ ছাড়া দাড়ি বাড়ানোর জন্য কোনও সাপ্লিমেন্ট বা ওষুধ খাবেন না। এটি ভুল সিদ্ধান্ত এবং অসুরক্ষিতও বটে।



ABP Ananda

এর থেকে অনেক সহজ হচ্ছে 'বিয়ার্ড গ্রোথ অয়েল' বা দাড়ি দীর্ঘ করার তেল ব্যবহার করা। এতে ক্ষতিকর রাসায়নিক থাকে না।



ABP Ananda

ভাল করে গ্রুম করা বা যত্ন নেওয়া দাড়ি সবসময় দ্রুত বাড়ে। একথা মনে রাখবেন। এছাড়া প্রোটিনে ভরা ডায়েট মেনে চলুন।



ভাল ব্র্যান্ডের 'বিয়ার্ড ওয়াশ', 'বিয়ার্ড সফটেনার', 'বিয়ার্ড অয়েল'-এর মতো জিনিস নিয়মিত ব্যবহার করুন। তাতে দাড়ি নরমও হবে।