'বিনোদিনী'-র শ্যুটিং করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল রুক্মিণী মৈত্রের।



শোনা যায়, বিনোদিনী যখন চৈতন্য হয়ে অভিনয় করতেন, তখন তাঁর নাকি খুব জ্বর আসত



রুক্মিণী যেদিন বিনোদিনী-র চরিত্রে চৈতন্যের বেশে অভিনয় করলেন, সেইদিন বাড়ি ফিরে মধ্যরাত থেকে তাঁর ভীষণ জ্বর



পরে তিনি জানতে পারেন, সেদিন যাঁরা চৈতন্যরূপী 'বিনোদিনী'-কে দেখেছে, সবার নাকি জ্বর



শ্যুটিং এক সপ্তাহ পিছিয়ে যায়। কিন্তু কারও জ্বর আর নামে না।



এরপরে রুক্মিণীর মা বলেন সবার নামে একবার পুজো দিতে, সেটাই দেওয়া হয়।



এরপরে গঙ্গায় ডুব দিয়ে একটা দৃশ্যে অভিনয় ছিল। জ্বর গায়ে সেটাই করেন রুক্মিণী



পরের দিন বিনোদিনী-র সেটে সবার একসঙ্গে জ্বর কমে যায়