শাড়ি পরলেই বেঁটে দেখায়? তাহলে শাড়ি বাছার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি



শাড়ির প্রিন্টে খুব বড় বড় ফুল বা অন্য যে কোনও ধরণের বড় প্রিন্ট এড়িয়ে যান।



গোটা শাড়ি জুড়ে থাক সূক্ষ কাজ বা ছোট ছোট প্রিন্ট। এতে অনেকটা লম্বা দেখায়।



হালকা রঙের শাড়ি ছেড়ে বেছে নিন গাঢ় রঙের শাড়ি। এতে আপনাকে রোগা ও লম্বা দেখাবে



সঠিক ব্লাউজ বাছুন। এমন ব্লাউজ পরুন যাতে আপনার গলা ও কাঁধের কিছু অংশ খোলা থাকে



কোমরের ওপর থেকে শাড়ি পরা শুরু করুন, একে আপনাকে লম্বা দেখাবে



হেয়ার স্টাইল ও লম্বা দেখানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে।



শাড়ি পরলে সঙ্গে পরুন হালকা থেকে মাঝারি হিল জুতো। এতে আপনাকে লম্বা দেখাবে



শাড়ি ও ব্লাউজ একই রঙের বাছুন। এতে মনোক্রোম লুক তৈরি হবে ও আপনাকে লম্বা দেখাবে



ভারি এমব্রয়েডারি কাজের শাড়ি এড়িয়ে চলুন