খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল শোলাঙ্কি রায়ের।



কিন্তু সেই বিবাহ টেঁকেনি, বিচ্ছেদ হয়ে যায় শোলাঙ্কি রায়ের।



এরপরেই অনেকেই আগ্রহ, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন শোলাঙ্কি?



তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই কিছু বলতে নারাজ শোলাঙ্কি



অন্যদিকে সোহম ও জানিয়েছেন, তাঁর ও শোলাঙ্কির মধ্যে প্রেমের সম্পর্ক নেই



আর শোলাঙ্কির কথায়, 'ব্যক্তিগত জীবন যত ব্যক্তিগত রাখব, ততই নিরাপদ থাকবে'



শোলাঙ্কি কখনোই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বাইরে কথা বলতে চান না।



তিনি মনে করেন, পেশার কারণে তাঁর জীবনের আশি শতাংশই জনগণের সামনে



তবে বাকি ২০ শতাংশ নিজের মতো করেই আগলে রাখতে চান তিনি।



তবে সোশ্যাল মিডিয়ার যুগে তা যে ভীষণ কঠিন, সে কথা মেনে নিয়েছেন শোলাঙ্কি।



তবে প্রেম নিয়ে এখনই মুখ খুলতে নারাজ শোলাঙ্কি বা সোহম কেউই।