কাশ্মীরের ঘটনা নিয়ে সমবেদনা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সারা আলি খান।



কাশ্মীরের পহেললগাঁও-তে জঙ্গি হামলায় হত ২৬ জন নিরীহ মানুষ, সেই নিয়েই সমবেদনা জানাতে গিয়েছিলেন সারা।



সারা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এমন একটা নৃসংশ ঘটনায় ভিতর থেকে নড়ে গিয়েছি'



সারা লিখেছেন, 'কাশ্মীরকে পৃথিবীর মধ্যে স্বর্গ বলা হয়। এমন সুন্দর শান্তির জায়গায় এমন একটা ঘটনা ঘটে গেল'



সারা লিখেছেন, 'আমি শান্তি চাই পাশপাশি বিচার চাই, পরিবারগুলোর জন্য সমবেদনা।'



তবে এই লেখার সঙ্গে সারা নিজের কাশ্মীর ভ্রমণের একটি ছবি যোগ করে দিয়েছেন! সেখানেই বিপত্তি



নেটিজেনরা প্রশ্ন করেছেন, এই ধরনের পোস্টের সঙ্গে নিজের ছবি যোগ করা আদৌ কি সমীচীন?



সারা ভ্রমণপিপাসু, সেই কারণেই তিনি কাশ্মীরে এমন জঙ্গি হামলার ঘটনায় কষ্ট পেয়েছেন এই কথা সত্যই।



তবে সোশ্যাল মিডিয়ায় নিন্দার সঙ্গে নিজের ছবি যোগ করাতেই কটাক্ষের শিকার হয়েছেন সারা।



তবে এই সমস্ত কটাক্ষের কোনও উত্তর দেননি সারা, পোস্টটি সরিয়েও নেননি।