শিল্পা শেট্টির ফিটনেস ঈর্ষণীয়, তবে শ্যুটিংয়ের ব্যস্ততাতেও কীভাবে ডায়েট বজায় রাখেন তিনি? সকালে ভারি ব্রেকফার্স্ট করার সময় না হলে, শিল্পার ভরসা ছাতুর সরবত। তবে মিষ্টি ন, শিল্পা খেতে পছন্দ করেন মশলাদার ছাতুর সরবত। জানেন এটা কীভাবে বানানো যায়? মিক্সারের জারে প্রথমে ৩ চামচ ছাতুর সঙ্গে মিশিয়ে নিন অর্ধেক চামচ আমচুর পাউডার। এরপরে এতে দিন অর্ধেক চামচ জিরা পাউডার, সঙ্গে দিয়ে দিন কুচনো মিন্ট পাতা। এরপরে ছাতুর জারে দিয়ে দিন কুচনো ধনে পাতা ও বিটনুন। টক-ঝাল স্বাদ আনার জন্য দিন একটু বেশি করে লেবুর রস আর কুচনো কাঁচা লঙ্কা। এরপরে মিক্সার জারে দিয়ে দিল পরিমান মতো জল। সবকিছু ভাল করে ব্লেন্ড করে নিন। সব কিছু ভাল করে ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে নিন। মিশিয়ে নিতে পারেন বরফও। এরপরে সামান্য ধনে পাতা, মিন্ট পাতা ও কাঁচা লঙ্গা-কুচো ছড়িয়ে পরিবেশন করুন