মাত্র ৩৭ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেত্রী নুর মালবিকা দাস মুম্বইয়ে নিজের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল অভিনেত্রীর পচাগলা মৃতদেহ পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান, কিন্তু কে এই নুর মালবিকা দাস 'দ্য ট্রায়াল'-এর কাজল-যীশু সেনগুপ্তের সহ অভিনেত্রী ছিলেন এই নুর মালবিকা দাস একসময়ে কাতার এয়ারওয়েজ়ে বিমান সেবিকার কাজ করতেন নুর মালবিকা পরবর্তীতে তিনি পেশা পরিবর্তন করে অভিনয়ে আসেন মালবিকা বড়পর্দায় কাজের সুযোগ না পেলেও কাজ করেছেন একাধিক ওয়েব শো-তে 'দ্য ট্রায়াল' অভিনেত্রীর সম্ভবত শেষ অভিনয়, এরপরে আর অভিনয়ে সুযোগ পাননি মালবিকা। কয়েক বছর আগে এভাবেই বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের মৃতদেহ মালবিকার মৃত্যু যেন ফের একবার ফিরিয়ে আনল গ্ল্যামার দুনিয়ার কালো দিকটা।