তিনি বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পী। তবে শ্রেয়া ঘোষালকে নিয়ে অজানা এই তথ্যগুলো আপনি জানতেন কী?



বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল গান শেখা শুরু করেছিলেন মাত্র ৪ বছর বয়স থেকে



১৬ বছর বয়সে শ্রেয়া সা রে গা মা পা জয়ী হন। এরপরে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি



১৬ বছর বয়সেই সঞ্জয় লীলা ভনশালির 'দেবদাস' ছবিতে গান করার সুযোগ পান শ্রেয়া।



বাংলা এবং হিন্দির পাশাপাশি, অসমিয়া, ভোজপুরি, তামিল, তেলুগু, ওড়িয়া, গুজরাটি, কন্নড়, মরাঠী, মালায়লম, নেপালি ভাষায় গান গেয়ে ফেলেছেন শ্রেয়া



ছবির গানের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতেও তুখোড় শ্রেয়া ঘোষাল গজল, ক্লাসিকাল, পপ, ভজন এবং অন্যান্য বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন তিনি।



মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার পান শ্রেয়া ঘোষাল



একবার শ্রেয়া ঘোষালকে প্রশ্ন করা হয়েছিল তাঁর প্রিয় সঙ্গীতশিল্পী কে? শ্রেয়া নাম নিয়েছিলেন সোনু নিগমের।



সেই থেকেই শুরু হয়েছিল সোনু নিগমের সঙ্গে শ্রেয়ার প্রেমের গুঞ্জন। তবে তা নিছকই ভিত্তিহীন। অনুরাগীদের মনগড়া।



বর্তমানে শ্রেয়া ও সোনু নিগমের মধ্যে কাজের সূত্রে খুব ভাল সম্পর্ক। ব্যক্তিগত জীবনেও তাঁরা সুখী।