তাঁর আসল নাম ছিল ভানুরেখা জেমিনি গণেশন। পরবর্তীতে নাম বদলে নিজের নাম রেখা করে নেন তিনি।



অভিনয় তাঁর রক্তে, বাবা ও মা ছিলেন তামিল ও তেলুগু ছবির সুপারস্টার।



অভিনেত্রী নয়, রেখা ভালবাসতেন সফর করতে। সেই জন্য় তিনি চেয়েছিলেন অভিনেত্রী হতে।



যখন প্রথম অভিনয়ে আসেন রেখা, তিনি ভাল করে হিন্দি বলতে পারতেন না। তাঁকে হিন্দি শিখতে হয়েছে।



কেবল অভিনয় নয়, রেখা ডাবিং আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন ২টি ছবিতে।



রেখার সঙ্গে বিয়ে হয়েছিল ইন্ডাস্টিয়ালিস্ট মুকেশ আগরওয়ালের। কিন্তু বিয়ের খুব অল্পদিনের মধ্যেই আত্মহত্যা করেন মুকেশ।



অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচ করতে পারেন রেখা। বিভিন্ন সিনেমাতেই দেখা গিয়েছে তাঁর নাচের ঝলক



রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের প্রেমের কথা বহুচর্চিত। তবে তাঁদের প্রেম পরিণতি পায়নি।



রেখা একাধিকবার সাহসীভাবেই জাহির করেছেন অমিতাভের প্রতি তাঁর গভীর অনুরাগের কথা।



রেখা আর অমিতাভের জুটি ছিল বলিউডের অন্যতম সফল জুটি।