ইতিমধ্যেই অনেকেই জেনে গিয়েছেন, শরীরচর্চা করতে গিয়ে পায়ে চোট লাগিয়েছেন রশ্মিকা মন্দানা



নিজের ছবির প্রচারেই তাঁকে যেতে হতে হুইল চেয়ারে করে। সাহায্য করছেন সহ তারকারা



কিন্তু রশ্মিকার যাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক, কী করলেন সেই বিজয় দেবরাকোন্ডা?



সদ্য বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন একসঙ্গে



সেখান থেকে বেরনোর সময়, একাই হেঁটে এসে গাড়িতে উঠে পড়েন বিজয় দেবরাকোন্ডা।



রশ্মিকা আসেন বেশ পিছনে। ওয়াকার ধরে ধরে সাবধানে হাঁটছিলেন তিনি। খুব কষ্ট করেই এসে ওঠেন গাড়িতে



রশ্মিকাকে সাহায্য করার জন্য দেহরক্ষীরা থাকলেও, গাড়ির মধ্যেই চুপ করে বসে রইলেন বিজয় দেবরাকোন্ডা।



এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজয় দেবরাকোন্ডার ওপর চটেছেন সবাই



অনেকেই মনে করেছেন, পর্দার মতো, ব্যক্তিগত জীবনেও বিজয়ের উগ্র পৌরুষ। সেই কারণেই তিনি রশ্মিকাকে সাহায্য করতে এগিয়ে আসেননি।



অথচ ছবির প্রচার চলাকালীন রশ্মিকাকে সাহায্য করেছেন ভিকি কৌশল