আজ মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা 'সিতারে জমিন পর'

Published by: ABP Ananda
Image Source: imdb

প্রথম দিনেই দর্শকদের ভালবাসা পেয়েছে আমির খানের নতুন এই ছবি।

Image Source: imdb

প্রথমদিনে আশানুরূপ প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি, আশা করা যাচ্ছে, আগামী দিনেও ভালব্যবসা করবে এই ছবি

Image Source: imdb

প্রথমদিনই বেশ কয়েকটি সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে আমির খানের নতুন সিনেমা।

Image Source: imdb

'সিতারে জমিন পর' ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন ডেনেলিয়া ডি'সুজা

Image Source: imdb

অ্যাডভান্স বুকিং থেকে ৩ কোটিরও বেশি ব্যবসা করেছে এই ছবি

Image Source: imdb

ইমার্জেন্সি, ক্রেজি, মেরে হাসবেন্ড কি বিবি, ফতেহ এবং লাভয়াপা-র মতো বেশ কয়েকটি ছবির প্রথম দিনের রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি

Image Source: imdb

'হাউজফুল ৫' ছবিটির সঙ্গেও কড়া টক্কর বজায় রেখেছে 'সিতারে জমিন পর'

Image Source: imdb

'সিতারে জমিন পর' ২০২৩ সালে মুক্তি পাওয়া ১৫টির বেশি সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।

Image Source: imdb

মুক্তির প্রথম দিনেই এই সিনেমা প্রায় ৭ কোটি কাটার ব্যবসা করেছে।

Image Source: imdb