তাঁদের বিবাহবিচ্ছেদেনর সম্ভাবনা
ঘিরে জোর জল্পনা বলিউডে


সেই আবহেই গোবিন্দ-পত্নীর
ইনস্টাগ্রাম প্রোফাইল নজর কাড়ল


এতদিন স্বামী গোবিন্দের আহুজা
পদবী ব্যবহার করতেন সুনীতা


এই মুহূর্তে লেখা শুধুই Ssunita,
সেই নিয়ে মুখ খুললেন তারকাপত্নী


জানালেন, নামে বাড়তি S যোগ করেছেন,
তাই বাদ দিয়েছেন আহুজা পদবী


জানালেন, এর নেপথ্যে সংখ্যাতত্ত্ব রয়েছে,
তিনিও নাম চান, খ্যাতি জান


সুনীতার দাবি, বাকি সকলে করতে পারলে
তিনি কেন পারবেন না?


তাহলে কি বিবাহবিচ্ছেদের জল্পনা
সত্য? সত্যিই কি দূরত্ব বেড়েছে স্বামী-স্ত্রীর!


সুনীতা জানালেন, তিনি আহুজাই,
এই সত্য কোনও দিন পাল্টাবে না


পৃথিবী চলে গেলে তবেই ওই পদবী
তাঁর নাম থেকে সরবে বলে জানালেন