বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, কিন্তু তাঁকে নিয়ে এই তথ্যগুলো জানেন না অনেকেই।
অভিনেত্রী নন, চিত্রাঙ্গদা হতে চেয়েছিলেন বিমানসেবিকা।
কিন্তু ৩ বার বিমানসেবিকা হওয়ার চেষ্টা করেও বাতিল হন চিত্রাঙ্গদা।
অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্গদা একজন প্রশিক্ষণপ্রাপ্ত কত্থক নৃত্যশিল্পী। এই কথা জানতেন না অনেকেই।
চিত্রাঙ্গদা অবিবাহিত নন, ভারতীয় গল্ফার জ্যোতি রণধাওয়ার সঙ্গে চিত্রাঙ্গদার বিবাহ হয়েছিল।
জ্যোতি রণধাওয়ার সঙ্গে চিত্রাঙ্গদার এক পুত্রসন্তানও রয়েছে, নাম জোরাওয়ার।
Hazaaron Khwaishein Aisi ছবির হাত ধরে বলিউডে প্রথম পা রেখেছিলেন চিত্রাঙ্গদা
অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্গদা বিভিন্ন ব্যান্ডের মুখ, মূলত জীবনধারণের উন্নতি করে এইরকম ব্র্যান্ডের মুখ তিনি।
কেরিয়ারের প্রথমদিকে গায়ের রঙের জন্য সমস্যায় পড়তে হয়েছিল চিত্রাঙ্গদাকে।
একটি মিউজিক ভিডিওর হাত ধরে প্রথমবার ক্যামেরার সামনে আসেন চিত্রাঙ্গদা