বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, কিন্তু তাঁকে নিয়ে এই তথ্যগুলো জানেন না অনেকেই।

Published by: ABP Ananda
Image Source: Instagram/@chitrangda

অভিনেত্রী নন, চিত্রাঙ্গদা হতে চেয়েছিলেন বিমানসেবিকা।

Image Source: Instagram/@chitrangda

কিন্তু ৩ বার বিমানসেবিকা হওয়ার চেষ্টা করেও বাতিল হন চিত্রাঙ্গদা।

Image Source: Instagram/@chitrangda

অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্গদা একজন প্রশিক্ষণপ্রাপ্ত কত্থক নৃত্যশিল্পী। এই কথা জানতেন না অনেকেই।

Image Source: Instagram/@chitrangda

চিত্রাঙ্গদা অবিবাহিত নন, ভারতীয় গল্ফার জ্যোতি রণধাওয়ার সঙ্গে চিত্রাঙ্গদার বিবাহ হয়েছিল।

Image Source: Instagram/@chitrangda

জ্যোতি রণধাওয়ার সঙ্গে চিত্রাঙ্গদার এক পুত্রসন্তানও রয়েছে, নাম জোরাওয়ার।

Image Source: Instagram/@chitranga

Hazaaron Khwaishein Aisi ছবির হাত ধরে বলিউডে প্রথম পা রেখেছিলেন চিত্রাঙ্গদা

Image Source: Instagram/@chitrangda

অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্গদা বিভিন্ন ব্যান্ডের মুখ, মূলত জীবনধারণের উন্নতি করে এইরকম ব্র্যান্ডের মুখ তিনি।

Image Source: Instagram/@chitrangda

কেরিয়ারের প্রথমদিকে গায়ের রঙের জন্য সমস্যায় পড়তে হয়েছিল চিত্রাঙ্গদাকে।

Image Source: Instagram/@chitranga

একটি মিউজিক ভিডিওর হাত ধরে প্রথমবার ক্যামেরার সামনে আসেন চিত্রাঙ্গদা

Image Source: Instagram/@chitranga