অভিনয় ক্ষমতায়
ধারেকাছে নেই কেউ


কিন্তু অভিনেত্রী স্ত্রী
অন্তরালে চলে গিয়েছেন


স্ত্রী শাবানাকে নিয়ে এবার
মুখ খুললেন মনোজ বাজপেয়ী


জানালেন, কেরিয়ারের শুরুতে
যথেষ্ট সাড়া ফেলেছিলেন স্ত্রী


'করীব' ছবির শ্যুটিংয়ে স্ত্রী
বিপদে পড়ে বলে জানালেন


মনোজ জানিয়েছেন, সবে অভিনয়ে
পা রেখেছিলেন শাবানা


একটি দৃশ্যে বাম হাতের বদলে
ডান হাতের আঙুল তোলেন


তাতে না কি বেজায় চটে
যান পরিচালক বিধু বিনোদ চোপড়া


শাবানার হাতের আঙুল না কি
জোরে কামড়ে দেন তিনি!


স্ত্রী বলে সহ্য করেছেন,
তিনি করতেন না


অসন্তোষ প্রকাশ করলেন
অভিনেতা মনোজ বাজপেয়ী