সারাদিন চড়া মেকআপ, কীভাবে নিজের ত্বককে বাঁচান সারা আলি খান? মেনে চলেন কী কী নিয়ম?



সারা আলি খান ত্বককে ঝলমলে রাখতে মেনে চলেন সহজ কয়েকটি নিয়ম। জেনে নেওয়া যাক সেগুলি কী কী?



সারা প্রথমেই নজর দেন ত্বক সবসময় হাইড্রেটেড থাকে। তার জন্য সারা ময়শ্চরাইজার সবসময় ব্যবহার করেন ত্বকে।



সারা আলি খান শিট মাস্ক খুব পছন্দ করেন। ত্বকের তারুণ্য বজায় রাখতে তাঁর ভরসা শিট মাস্ক।



সারা কখনও রূপটান নিয়ে শুতে যান না। সবসময় মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে পছন্দ করেন।



মুখ ধুয়ে নেওয়ার পরে সবসময় ময়শ্চরাইজার লাগান সারা। এতে ত্বক নরম থাকে।



সারা ত্বকের জন্য আয়ুর্বেদের ওপর ভরসা করেন। তিনি বিভিন্ন ঘরে তৈরি উপকরণ ব্যবহার করেন।



প্রয়োজন না পড়লে, যতটা সম্ভব ত্বককে মেকআপ থেকে দূরে রাখেন সারা।



চুলের ক্ষেত্রেও প্রয়োজন না পড়লে চুলে কোনওরকমের কেমিক্যাল ব্যবহার করেন না সারা।



যে কোনও রকম হিটিং ট্রিটমেন্ট থেকে চুলকে যথাসম্ভব দূরে রাখেন সারা