আজ 'ফাদার্স ডে' বাবাদের দিন। হলিউড থেকে বলিউড.. বাবাদের আবেগ নিয়ে তৈরি হওয়া সিনেমার সংখ্যাও নেহাৎ কম নয়।
আপনার জন্য রইল এমন কিছু ছবির তালিকা, যে ছবিগুলি বাবাকে সঙ্গে নিয়ে আজকের দিনে দেখলে মন ভাল হয়ে যাবে।
বলিউড থেকে শুরু করে হলিউড.. একাধিক সিনেমাই রয়েছে এই তালিকায়। দেখে নেওয়া যাক।
কিংবদন্তি অভিনেতা ইরফান খানের শেষ ছবি 'আংরেজি মিডিয়াম' ছিল এক বাবা মেয়েরই গল্প।
অমিতাভ বচ্চন আর দীপিকা পাড়ুকোন অভিনীত 'পিকু' ছবিটিকে কিন্তু ওয়াচলিস্টের ওপরের দিকে রাখতেই হবে।
'সোনি লিভ' ওয়েব প্ল্যাটফর্মে আপনি দেখতে পাবেন 'পিকু' ছবিটি।
জাহ্নবী কপূর ও পঙ্কজ ত্রিপাঠি অভিনীত 'গুঞ্জন সাক্সেনা' ছবিটিও দেখে নিতে পারেন আজকের দিনে।
দক্ষিণী অভিনেতা নানীর 'জার্সি' ছবিটি তৈরি হয়েছে একজন বাবার আবেগ আর লড়াইয়ের গল্প নিয়ে।
হলিউড ফিল্ম 'দ্য প্যারাশ্যুট অফ হ্যাপিনেস' ও ফাদার্স ডে- তে দেখার জন্য অন্যতম সেরা ছবি হতে পারে
হলিউড সিনেমা 'বিগ ফিস' ছবিটিও ফাদার্স ডে-তে বাবাকে সঙ্গে নিয়ে দেখে ফেলতে পারেন।