'ময়দান' - অজয় দেবগণ অভিনীত এই ছবি কিংবদন্তি ফুটবল কোচ আব্দুল রহিমের ওপর তৈরি। ছবির একাংশ শ্যুট হয়েছে কলকাতায়। 'অমর সিং চমকিলা' - জনপ্রিয় ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও গায়কের এই বায়োপিকে অভিনয় করেছেন দিলজিৎ দোসানজ। সঙ্গী পরিণীতি চোপড়া। জাফার জ্যাকসনকে দেখা যাবে মাইকেল জ্যাকসনের বায়োপিকে মুখ্য চরিত্রে। পপতারকার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন উঠে আসবে। ডেইজি এডগার-জোনসকে দেখা যাবে ক্যারল কিংয়ের চরিত্রে তাঁর বায়োপিকে। ছবির নাম 'বিউটিফুল' যা গায়িকা-গীতিকারের জীবন নিয়ে তৈরি। 'চাকদা এক্সপ্রেস' - ভারতীয় ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর জীবনের ওপর নির্ভর করে তৈরি এই ছবির মুখ্য চরিত্রে অনুষ্কা শর্মার অভিনয়। স্যাম মেন্ডেস পরিচালনা করবেন চারটি আলাদা বায়োপিক। মূল বিষয় 'দ্য বিটলস'-এর প্রত্যেক সদস্য। 'এ কমপ্লিট আননোন' - টিমোথি শ্যালামেটকে দেখা যাবে বব ডিলানের বায়োপিকে। পরিচালনায় জেমস ম্যানগোল্ড। রেজিনা কিংকে দেখা যাবে শার্লি চিশোলমের চরিত্রে তাঁর বায়োপিক 'শার্লি'তে। ১৯৭০-এর সময়ে তাঁর ঐতিহাসিক রাষ্ট্রপতিত্বের গল্প দেখা যাবে। 'ইক্কিস' - অগস্ত্যা নন্দকে দেখা যাবে এই ছবির মুখ্য চরিত্রে যা ভারতীয় যোদ্ধা অরুণ ক্ষেত্রপালের জীবন নিয়ে তৈরি হচ্ছে। টম হল্যান্ডকে দেখা যাবে প্রভাবশালী নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টায়ারের চরিত্রে তাঁর বায়োপিকে।