বিজয় বর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদ চর্চায়, কিন্তু তমন্না ভাটিয়া সম্পর্কে এই তথ্যগুলো জানেন না অনেকেই।



মাত্র ১৩ বছর বয়সে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তমন্না। তবে সিনেমা নয়, থিয়েটারের মঞ্চে।



তমন্নার আসল নাম তমন্না সন্তোষ ভাটিয়া। পরবর্তীকালে নাম বদলে তিনি নাম রাখেন শুধু তমন্না ভাটিয়া।



হিন্দি ও ইংরাজি ছাড়াও তেলুগু ও তামিল ভাষায় কথা বলতে পারেন তমন্না। ইউনিট মেম্বারদের সঙ্গেও তিনি কথা বলেন সেই ভাষাতেই।



প্রিয় কুকুরের কঠিন রোগ ও তারপরে প্যারালাইসিস হয়ে যাওয়ার ঘটনার পর থেকে তমন্না আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন।



তমন্নার পড়াশোনা মুম্বইতেই, থিয়েটার থেকেই তিনি সিনেমার কেরিয়ার শুরু করেন।



তমন্না ভাটিয়ার পরিবারের কেউই সিনেমার সঙ্গে যুক্ত নন। তবে তমন্নার ভীষণ ইচ্ছা ছিল তিনি নায়িকা হবেন।



'লাস্ট স্টোরিজ় ২' স্টোরিতে তমন্না প্রথমবার পর্দায় কাউকে চুম্বন করেন। সেই ব্যক্তি আর কেউ নন, তিনি বিজয় বর্মা।



পরবর্তীকালে বিজয়ের সঙ্গেই সম্পর্কে জড়ান তমন্না। তাঁদের প্রেমের কথাও জানতেন ইন্ডাস্ট্রির সকলেই।



তবে বর্তমানে তাঁদের প্রেম ভেঙে গিয়েছে, এমনটাই শোনা যাচ্ছে।