উরফি জাভেদের নতুন করে ভূমিকার প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়া থেকে ফ্যাশন ইন্ডাস্ট্রি, সর্বত্রই তাঁর নাম জনপ্রিয়। তবে এবার তাঁর সাফল্যে নয়া পালক। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে। অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ 'ফলো কর লো ইয়ার'-এ দেখা যাবে উরফিকে। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে উরফি জাভেদের ফ্যাশন দুনিয়া। নিজের পরিবারের সম্পর্কে, নিজের সিদ্ধান্ত, ফ্যাশন সম্পর্কেও কথা বলতে শোনা যাচ্ছে। সেখানেই তাঁকে ঘোষণা করতে শোনা যায় তিনি ভারতের পরবর্তী কিম কার্দাশিয়ান হতে চান। ট্রেলার লঞ্চের সময় উরফি জাভেদকে তাঁর ভয় ও অন্যান্য আবেগ অনুভূতি সম্পর্কে কথা বলতে শোনা যায়। সেখানেও তিনি কিম-প্রসঙ্গ তোলেন। উরফি বলেন, 'আমি মনে করি আমি ঠিকঠাক। মানে আমি এমন নই, হ্যাঁ মানে আপনার আমাকে খুব উত্তেজিত বা ভীত মনে হবে না।' 'আমি এরকমই, তবে রাগ একটা সমস্যা। হ্যাঁ রাগ হয় কিন্তু তাছাড়া আমার আর কোনও আবেগ অনুভূত হয় না।' 'ভয় পাই। এখন যদি এখানে পুলিশ চলে আসেন তাহলে আমি ভয় পাব।' একইসঙ্গে উরফি বলেন, যে এই সিরিজের ১০টা সিজনের করতে চান তিনি। ২৩ অগাস্ট থেকে 'ফলো কর লো ইয়ার' প্রিমিয়ার শুরু হবে। ৯ পর্বের এই সিরিজের প্রযোজক সল প্রোডাকশন ও পরিচালনা করেছেন সন্দীপ কুকরেজা।