দীপিকা পাড়ুকোন ভীষণভাবে ডায়েট মেনে চললেও, তিনি ফুচকা খেতে ভীষণ ভালবাসেন।



দীপিকার প্রিয় কলকাতার ফুচকা, শহরে এলেই নাকি তিনি ফুচকা খান



কিন্তু কলকাতার এত হাজার হাজার দোকানের মধ্যে কোনটি দিপীকার প্রিয় ফুচকার দোকান?



দীপিকা বলেছিলেন সব্যসাচীর দোকানের বাইরে যে ফুচকা স্টলটি বসে, সেখান থেকে ফুচকা খান তিনি।



সেই দোকানটির আসল নাম, দুর্গা পন্ডিত কা ফুচকা। কলকাতার খুব পুরনো দোকান এটি।



১২০ বছরের পুরনো এই ফুচকার দোকানে পাওয়া যায় বিভিন্ন স্বাদের ফুচকা।



চাটনি ফুচকা, জল ফুচকা তো রয়েছেই, এছাড়াও মেনুতে রয়েছে আলুরদম ফুচকা।



এই দোকানটি হেমন্ত মুখোপাধ্যায় সরণী, লেক টেরন্স, বালিগঞ্জে অবস্থিত



যাতায়াতের পথে আপনিও চেখে দেখতে পারেন, 'দুর্গা পণ্ডিত কা ফুচকা'