এক ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার ও দর্শনা বণিক। প্রকাশ্যে এল 'সূর্য' ছবির ট্রেলার।
ABP Ananda

এক ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার ও দর্শনা বণিক। প্রকাশ্যে এল 'সূর্য' ছবির ট্রেলার।



অন্যের জীবনে রোদ হয়ে আলো দেয়, অথচ নিজে ভিতরে পুড়ে তৈরি হয় সূর্য।
ABP Ananda

অন্যের জীবনে রোদ হয়ে আলো দেয়, অথচ নিজে ভিতরে পুড়ে তৈরি হয় সূর্য।



ছবিতে সূর্যের ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। ট্রেলারজুড়ে কোনও সংলাপ নেই অভিনেতার মুখে।
ABP Ananda

ছবিতে সূর্যের ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। ট্রেলারজুড়ে কোনও সংলাপ নেই অভিনেতার মুখে।



তবে ট্রেলারজুড়ে শোনা যায় শুধুই তাঁকে নিয়ে কথা।
ABP Ananda

তবে ট্রেলারজুড়ে শোনা যায় শুধুই তাঁকে নিয়ে কথা।



ABP Ananda

ট্রেলারে বেশ কিছু সংলাপ শোনা যায়, যেখানে সূর্যের চরিত্রের সঙ্গে ভগবানের তুলনা করা হয়।



ABP Ananda

মেঘের ফাঁক থেকে টুক করে এক চিলতে রোদ সবার জীবনে দিয়ে চলে যায় এই সূর্য।



ABP Ananda

অন্যের জীবনে রোদ হয়ে আলো দেয়, অথচ নিজের ভিতরে পুড়ে যায় সে।



ABP Ananda

সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার পোস্ট করে বিক্রম লেখেন, 'এক অদৃশ্য বন্ধন, অদেখা প্রেম আর অজানা বিশ্বাসের না বলা গল্প নিয়ে সূর্য আসছে'।



ABP Ananda

ছবিতে বিক্রমের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকার ও দর্শনা বণিককে।



ABP Ananda

ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। আগামী ১৯ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।