ছবিতে কোহলির 'লাইক', ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কে এই অবনীত কৌর?

Published by: ABP Ananda

সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়। তাঁর ইনস্টাগ্রামে ৩২ মিলিয়ন ফলোয়ার্স।

শিশু শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করে টেলিভিশন, সিনেমায় অভিনয়ের সুবাদে খ্যাতি পেয়েছেন অবনীত কৌর।

টিভিতে 'ঝলক দিখলা জা' থেকে 'মরদানি' 'পার্টি টিল আই ডাই'-র মতো সিনেমায় অভিনয় করেছেন ২৩ বছর বয়সি অভিনেত্রী।

'কেসরিয়া রং','তেনু নেই পাতা'-র মতো মিউজ়িক ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে, যা তাঁর বৈচত্রের প্রমাণ দেয়।

তবে হঠাৎই অবনীত খবরের শিরোনামে উঠে এসেছেন ভুল করে দেওয়া এক লাইকে।

অবনীত কৌরের এক ছবিতে কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তরফে লাইক পড়ায় চারিদিকে হইচই শুরু হয়।

তবে কোহলি নিজেই সবটা পরবর্তীতে খোলসা করে জানান গোটাটাই 'অ্যালগরিদম এরর'।

তবে এর আগেও ক্রিকেটের সম্পর্কের জেরে অবনীত শিরোনামে উঠে আসেন। একাধিক ম্যাচে তাঁকে মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

তাঁর সঙ্গে ক্রিকেটার শুভমন গিলের সম্পর্কের জোর গুঞ্জন শোনা গিয়েছে। তবে সেই নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।