আজ 'কিলবিল সোস্যাইটি'-র বিশেষ স্ক্রিনিং তারকাখচিত। হাজির ছিলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা। ছিলেন সন্দীপ্তা সেন



'কিলবিল সোস্যাইটি'-র বিশেষ প্রিমিয়ারে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।



'কিলবিল সোস্যাইটি'-র প্রিমিয়ারে পরমব্রতর সঙ্গে হাসিমুখে ক্যামেরায় ধরা দিলেন শিলাজিৎ



'কিলবিল সোস্যাইটি'-র প্রিমিয়ারে লাল পোশাকে ঝলমলে নায়িকা কৌশানী মুখোপাধ্যায়।



সৃজিতের ছবির প্রিমিয়ারে হাজির আলেকজান্ড্রা টেইলর। সম্প্রতি তাঁর সঙ্গে সৃজিত কাজ করছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে



'হেমলক সোস্যাইটি' ও 'কিলবিল সোস্যাইটি'-র দুই নায়িকার সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়



সৃজিতের সঙ্গে হাসিমুখে শিলাজিৎ, প্রিমিয়ারে ধরা দিলেন ক্যামেরায়



'কিলবিল সোস্যাইটি'-র প্রিমিয়ারে হাজির দর্শনা বণিক, তবে দেখা গেল না সৌরভকে।



'কিলবিল সোস্যাইটি'-র প্রিমিয়ারে ইশা সাহা, সাদা শার্ট ও জিন্সে ধরা দিলেন অভিনেত্রী।



'কিলবিল সোস্যাইটি'-র প্রিমিয়ারে সাদা পোশাকে হাজির আবির চট্টোপাধ্যায়