২০১৫ সালে মুক্তি পাওয়া একটি ছবি, কিন্তু তা এখনও উজ্জ্বল মানুষের মনে মনে। 'পিকু'



সুজিত সরকার পরিচালিত এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও ইরফান খান।



দীর্ঘদিন পরে প্রেক্ষাগৃহে আবার মুক্তি পাচ্ছে এই ছবি, সেই কারণেই এই ছবি এখন চর্চায়।



আর এই সিনেমার পরিচালক সুজিত সরকার সম্প্রতি বলেছেন, তিনি অমিতাভ বচ্চনের চরিত্রটি তৈরি করেছিলেন বাংলার এক কিংবদন্তির আদলে।



আর কেউ নয়, সেই কিংবদন্তি ছিলেন উৎপল দত্ত, তাঁর কথাই প্রথম মাথায় এসেছিল সুজিত সরকারের।



উৎপল দত্ত ছিলেন স্বাধীনচেতা ও স্পষ্টবক্তা, মনে যা, মুখেও তাই বলতেন।



সেই থেকে অনুপ্রাণিত হয়েই সুজিত সরকার তৈরি করতে চেয়েছিলেন অমিতাভ বচ্চনের চরিত্রটি।



বাবা মেয়ের এই সম্পর্কের ছবি বড়পর্দায় ভীষণ প্রশংসিত হয়েছিল। ছবির মধ্যে ধরা ছিল অদ্ভুত সব আবেগ।



১০ বছর পরে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পিকু', আর তা দেখতেই ফের হলমুখী দর্শকেরা।



সদ্য দীপিকা পাড়ুকো লিখেছিলেন, এই ছবি ফের মুক্তির খবরে তিনি ইরফান খানকে মিস করছেন।