সদ্য একটি ফ্যাশন শো-তে জাহ্নবী কপূরের পিছনে হেঁটেছিলেন তিনি। আর তার পর থেকেই তিনি ভাইরাল।



নাহ্, জাহ্নবী কপূরের পিছনে হেঁটেছেন বলে নয়, ব়্যাম্পে তাঁর চলন জাহ্নবীর থেকে অনেক ভাল লেগেছে সবার



ভাইরাল হয়ে যাওয়া এই মডেলের আসল নাম তমন্না কাটোচ। জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য।



তমন্নার বাড়ি দিল্লি, উঠতি মডেল নয়, বরং মডেলিং নিয়ে রীতিমতো পড়াশোনা রয়েছে তমন্নার।



২০১৮ সালে সাংবাদিকতা নিয়ে স্নাতক হন তমন্না। তার আগে কুইন মেরি স্কুল থেকে করেছেন পড়াশোনা



'ইন্ডিয়াজ় নেক্টট টপ মডেল' শো তে অংশ নিয়েছিলেন তমন্না।



দীর্ঘদিন ধরেই মডেলিং করছেন তমন্না, এই পেশায় যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাঁর।



অনেকেই মনে করেছেন, তমন্নার কাছে, জাহ্নবী কপূরের হাঁটা একেবারেই ফিকে লাগছিল।



অনেকে বলেছেন, নেপোটিজমের জন্য জাহ্নবী আগে জায়গা পেয়েছেন, আসল তারকা তমন্নাই।



সোশ্যাল মিডিয়ায় এখন রাতারাতি ভাইরাল এই দিল্লির মডেল।