ইপিএফ-এ সুদের হার কমায় চিন্তা বেড়েছে চাকরিজীবী মধ্যবিত্তের।

বর্তমানে EPFO-র অ্যাকাউন্টধারকরা 8.5% সুদের হারের পরিবর্তে 8.1% হারে সুদ পাবেন। সব মিলিয়ে পিএফ অ্যাকাউন্টে প্রাপ্ত সুদ কমেছে 0.40% শতাংশ।

এরফলে বছরে সুদ থেকে আয়ের সঙ্গে সঙ্গে অবসর তহবিলেও পড়বে প্রভাব। আপনার রিটায়ারমেন্ট ফান্ড থেকে কত টাকা কাটা পড়বে জানেন ?

এই সুদের হার কমানোর পর অ্যাকাউন্টধারকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।

ধরুন, 30 বছরের একজন ব্যক্তির মূল বেতন 30,000 টাকা। এই ব্যক্তির বেতন প্রতি বছর 5 শতাংশ হারে বাড়ছে।

যদি আমরা পুরোনো সুদের হার দেখি, তাহলে ৬০ বছর বয়সের পর 8.5% সুদের হারে এর মোট তহবিল হবে 1.40 কোটি টাকা।

রেট কাটের পর এই তহবিল দাঁড়াবে 1.30 কোটি টাকা। সেই ক্ষেত্রে অ্যাকাউন্টধারক মোট 10 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হবেন।

যদি আপনার বার্ষিক মূল বেতন 5 লক্ষ টাকা হয়, তাহলে আপনি 8.5 শতাংশ হারে 42,500 টাকা মুনাফা পেতেন।

তবে নতুন রেট অনুসারে 8.1 শতাংশ সুদে আপনি পাবেন মাত্র 40,500 টাকা। এই পরিস্থিতিতে আপনি বার্ষিক 2 হাজার টাকার সুদ হারাবেন।

পাশাপাশি 10 লক্ষ টাকা মূল বেতন হলে বার্ষিক মোট 4 হাজার টাকা ক্ষতি হবে আপনার।