ইতিমধ্যেই ভারতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া শিবির ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ৯ জুন থেকে শুরু সিরিজ ১৯ জুন হবে শেষ ম্যাচ। প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০-তে কোন কোন ভারতীয় নজরকাড়া সাফল্য পেয়েছে ? সর্বোচ্চ রান সংগ্রহকারী ৫ ক্রিকেটার কারা দেখে নেওয়া যাক। এই তালিকায় প্রথমেই রয়েছেন রোহিত শর্মা ১৩টি ম্যাচে তিনি ৩৬২ রান করেছেন। গড় ৩২.৯০। এর মধ্যে একটি শতরান ও দুটি অর্ধ শতরান রয়েছে হিটম্যানের বেস্ট স্কোর ১০৬।(ছবি সৌজন্যে - বিনয় কুমার আর ট্যুইটার) এই তালিকায় পরের জন সুরেশ রায়না ১২টি ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ৩৩৯ রান। গড় ৩৩.৯০। এর মধ্যে একটি শতরান রয়েছে ভারতীয় এই বাঁহাতির সর্বোচ্চ রান ১০১। এরপরেই রয়েছেন বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০টি ইনিংসে তাঁর রান ২৫৪। গড় ৩৬.২৮। তারঁ সংগ্রহে রয়েছে দুটি অর্ধ শতরান। তালিকায় জায়গায় করে নিয়েছেন শিখর ধাওয়ানও সাত ইনিংসে ২৩৩ রান তুলেছিলেন ধাওয়ান। গড় ৩৩.২৮। এর মধ্যে একটি অর্ধ শতরান রয়েছে। সর্বোচ্চ রান ৭২। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন ধোনি তাঁর সংগ্রহে রয়েছে ২০৪ রান। গড় ৩৪.০০। এর মধ্যে একটি অর্ধ শতরান। সর্বোচ্চ রান ৫২ অপরাজিত।