৩ জুন অরোরা ফিল্মের পরবর্তী ছবির ঘোষণা হয়ে গেল। নতুন ছবির নাম 'মনপতঙ্গ'।

অনুষ্ঠানে ছিলেন ছবির প্রযোজক অঞ্জন বসু, লেখক ও পরিচালক জুটি রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি।

হাজির ছিলেন সীমা বিশ্বাস, শুভঙ্কর মহান্ত, বৈশাখী রায়, অমিত সাহা, অনিন্দিতা ঘোষ, জনার্দন ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, অনিন্দ রায়।

এছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রখ্যাত অভিনেতা জয় সেনগুপ্ত, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখদের।

'মনপতঙ্গ' ছবিটি বলবে নিপীড়ণের ভয়ে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে আসা এক প্রেমিক প্রেমিকার গল্প।

গ্রামের কাঁচা রাস্তার পরিবর্তে শহুরে রাস্তা ঘিরে গড়ে ওঠে তাদের জীবন ও জীবিকা।

এমন সময়ে হঠাৎ তাদের চোখ যায় রাস্তার পাশের একটি আসবাবের দোকানে। ঝাঁ চকচকে সেই দোকানে তারা দেখে এক ক্ষমতার আসন।

ভাটা পড়ে ভালবাসায়, পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয় তারা। তাদের মন পতঙ্গের মত রঙিন আলোর দিকে ছুটে চলে।

সে আলো আদৌ আলো না আগুন তা কি উপলব্ধি করতে পারবে তারা? কতক্ষণই বা স্থায়ী হবে সেই আলো?

অর্জিত ক্ষমতার আসনকে কি তারা কোনও জাদুবলে ভালবাসার রাজপ্রাসাদে পরিণত করতে পারবে?