বাবা-মা কর্মচারী পেনশন স্কিমের (EPFO Pension)সদস্য হলে তাদের সন্তানরাও পাবেন পেনশনের সুবিধা।

করোনা মহামারীতে দেশের অনেক জায়গায় পরিবারের সব উপার্জনকারী সদস্য মারা গিয়েছেন। সেই ক্ষেত্রে অনেক শিশু রাতারাতি অনাথ হয়েছে।

সম্প্রতি ইপিএস স্কিমের আওতায় এই শিশুদের পেনশন সুবিধা সংক্রান্ত তথ্য দিয়েছে EPFO।

অনাথ শিশুদের পেনশনের পরিমাণ হবে মাসিক বিধবা পেনশনের 75%।

এই পেনশনের ন্যূনতম পরিমাণ প্রতি মাসে 750 টাকা

প্রতি মাসে 2 জন অনাথ শিশুর প্রত্যেককে 750 টাকা দেওয়া হবে

ইপিএস-এর আওতায়, অনাথ শিশুরা 25 বছর বয়স পর্যন্ত এই পেনশন পাবে।

যেকোনও অক্ষমতায় ভোগা শিশুর জন্য আজীবন পেনশন চালু থাকবে।

ইপিএসের জন্য কোম্পানি কখনোই তার কর্মচারীদের বেতন থেকে কোনও টাকা কাটবে না।এই ক্ষেত্রে কোম্পানির অবদানের একটি অংশ ইপিএসে জমা হয়।

15,000 টাকা মূল বেতন পেলেই কোম্পানি ইপিএসে 1,250 টাকা জমা করে