করুণ পরিস্থিতি পৃথিবীর, মানুষকেই দিতে হবে মূল্য সচেতনতা তৈরির চেষ্টায় তাই পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ প্রতি বছর ৫ জুন দিনটিকে পালন, পরিবেশ রক্ষায় সহযোগিতাই লক্ষ্য জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক দূষণ, কুপ্রভাব চোখে পড়ছে সর্বত্র ১৯৭২ সালে উদ্যোগী হয় রাষ্ট্রপুঞ্জ, সেই থেকে পরিবেশ দিবস পালন পরিবেশ সম্পর্কে চারপাশে সচেতনতা গড়ে তোলাই লক্ষ্য় প্রত্যেক বছর ভিন্ন থিম, আলাদা স্লোগানও লেখা হয় এ বারে আয়োজক দেশ সুইডেন, এ বারের স্লোগান #OnlyOneEarth হারিয়ে যাওয়া মাটি, কৃষিজমি, জঙ্গল উদ্ধার করাই লক্ষ্য ৫০তম বিশ্ব পরিবেশ দিবস, পৃথিবী এবং জীগজগৎ বাঁচানোই লক্ষ্য়