সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 'IIFA অ্যাওয়ার্ডস ২০২২'। কাদের মাথায় উঠল সেরার শিরোপা। দেখে নিন পুরো তালিকা। 'সর্দার উধম' ছবির জন্য সেরা অভিনেতা পুরুষের পুরস্কার পেলেন ভিকি কৌশল। কৃতী শ্যানন 'মিমি' ছবির জন্য সেরা অভিনেত্রী মহিলার শিরোপা পেলেন। 'বান্টি অউর বাবলি ২' ছবির জন্য শর্বরী ওয়াঘ সেরা নবাগত অভিনেত্রী হলেন। সেরা নবাগত অভিনেতা হিসেবে 'তড়প' ছবির জন্য আহান শেট্টি পুরস্কার পেলেন। 'লুডো' ছবির জন্য পঙ্কজ ত্রিপাঠি সেরা সহ অভিনেতা হলেন। 'মিমি' ছবির জন্য সাই তামহাঙ্কর সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন। সেরা ছবি হিসেবে চিহ্নিত হয়েছে সিদ্ধার্থ মলহোত্র অভিনীত 'শেরশাহ'। সঙ্গীত পরিচালনায় সেরার শিরোপা পেলেন এ আর রহমান ও 'শেরশাহ' ছবির সঙ্গীত পরিচালক। সেরা নেপথ্য গায়ক হলেন 'রাতা লম্বিয়া' গানের জন্য জুবিন নওটিয়াল। সেরা নেপথ্য গায়িকা হিসেবে নির্বাচিত হলেন 'রাতা লম্বিয়া' গানের জন্য আজিজ কৌর।