UAN নম্বর ভুলে গেলেও চিন্তার কিছু নেই। এই কয়েকটি সহজ ধাপেই অনলাইনেই নিজেই বের করে নিতে পারবেন আপনার ইউএএন নম্বর।
সম্প্রতি EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের সুবিধার্থে একটি ট্যুইট করেছে কর্তৃপক্ষ। সেখানেই পাওয়া যাচ্ছে, UAN নম্বর পাওয়ার গাইডলাইন।
প্রথমে epfindia.gov.in-এ ক্লিক করুন।এখানে Services অপশনটি নির্বাচন করুন। এরপর For Employees অপশনে ক্লিক করুন।
এই পর্বে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। এখানে SERVICES বিভাগে ক্লিক করুন। এরপর মেম্বার ইউএএন/অনলাইন সার্ভিসে ক্লিক করুন।
এই পর্বে ক্যাপচা কোডটি পূরণ করুন। যার ফলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যা পূরণ করতে হবে।
এবার পরবর্তী পৃষ্ঠায় আপনাকে সব তথ্য যেমন কর্মচারীর নাম, জন্ম তারিখ, আধার নম্বর, প্যান নম্বর সব পূরণ করতে হবে।এখানে আপনাকে কর্মচারী আইডিও নির্বাচন করতে হবে।
শেষে 'শো মাই ইউএএন'-এ ক্লিক করতে হবে। এখানে আপনার সামনে UAN কোড ওপেন হবে।