প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি আজ, ১ জানুয়ারি, ২০২৪- এ কোন সোনার কত দাম, ২২ ক্যারেটের দাম আজ কোথায় দাঁড়িয়ে ? ২৪ ক্যারেট কোন ক্যারেটে দামে কতটা ওঠানামা- রইল একঝলকে ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৬২৪৬ টাকা। ২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৬০৩৪ টাকা ২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৬৮৪ টাকা। ১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৯৭২ টাকা রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে দাম পড়বে ৭২২২৩ টাকা সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। সোনা শুধু গয়নার জন্যই নয়, বিনিয়োগের জন্য়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বিনিয়োগের সময় ভরসা করেন সোনায়।