কিয়ারা আডবাণীর উচ্চতা মাত্র ৫ ফুট ২ ইঞ্চি। কিন্তু নায়িকাকে দেখলে কেন এত লম্বা লাগে? পোশাক নির্বাচনে একাধিক নিয়মবিধি মেনে চলে কিয়ারা। উচ্চতা কম হলে, এই নিয়ম মেনে দেখতে পারেন আপনিও। কিয়ারা কখনও গোল গলা পোশাক পরেন না। সবসময় তিনি ভি গল বা ডিপ নেক পোশাক পরেন। বিশেষ করে ভারতীয় পোশাকের ক্ষেত্রে। কিয়ারা ভারতীয় পোশাকের ক্ষেত্রে সবসময় বেছে নেন ছোট কাজ অথবা একেবারে একরঙা সালোয়ার কামিজ বা গাউন। প্যাস্টেল সেডের একরঙা পোশাক পরলে উচ্চতা বেশি দেখায়। এই পদ্ধতিই মেনে চলেন কিয়ারা। লম্বা পোশাকের সঙ্গে চাপা ফিটিংস পাজামা পরেন কিয়ারা, এতে তাঁকে লম্বা দেখায়। অবশ্যই বেশিরভাগ সময়ে হিল জুতো পরেন কিয়ারা। এতে তাঁর উচ্চতা আরও খানিকটা বেড়ে যায়। কিয়ারা বেশিরভাগ সময়েই চুল খোলা রাখেন। এতে তাঁর উচ্চতা বেশি লাগে। কিয়ারা ভারতীয় পোশাক পরার সময় হাতের তিন চতুর্থাংশ ঢাকেন। এতে তাঁকে লম্বা দেখায় ভারতীয় পোশাকের সঙ্গে অত্যাধিক ভারি গয়না পরেন না কিয়ারা। অত্যাধিক ভারি গয়নায় উচ্চতা কম দেখাতে পারে কিয়ারা আডবাণী সবসময় শরীরচর্চা করে নিজেকে ফিট রাখেন।