আমাদের অনেকেরই স্মার্টফোন অল্প ব্যবহার করলেই খুব গরম হয়ে যায়।

কেন এভাবে স্মার্টফোন গরম হয়ে যায় জানেন?

মূলত ফোনের ব্যাটারিতে কোনও সমস্যা দেখা দিলে ফোন গরম হয়ে যেতে পারে।

এরকম হলে সবার আগে স্মার্টফোন কোনও দোকানে নিয়ে গিয়ে দেখানো প্রয়োজন।

অনেকসময় খুব বেশিক্ষণ সূর্যালোকের সংস্পর্শে থাকলেও গরম হয়ে যেতে পারে।

ফোন চার্জে বসালে কিংবা গান শুনলে বা ভিডিও দেখলে ডিভাইস গরম হওয়ার প্রবণতা বাড়ে।

অনেকসময়ে ফোনের ভেন্টেলেশন ফিচার ভাল না থাকলেও গরম হয়ে যেতে পারে।

ফোনের ভেন্টেলেশন প্রক্রিয়া ভাল না থাকলে ফোন গরম হয়ে গেলে তাপ নির্গমন হতে পারে না সঠিকভাবে।

ফোন একনাগাড়ে অনেকক্ষণ ব্যবহার করলেও তা গরম হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়।

ফোন বা ডিভাইস পুরনো হলে হার্ডওয়ারের সমস্যা দেখা দেয় এবং তার ফলেও ফোন গরম হতে পারে।

Thanks for Reading. UP NEXT

৫০০০ এমএএইচ ব্যাটারি বলতে কী বোঝায়?

View next story