আজকাল প্রায় সবকিছুতেই প্রয়োজন হয় পাসওয়ার্ড।

স্মার্টফোন সুরক্ষিত রাখা যায় পাসওয়ার্ডের সাহায্যে।

বিভিন অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রেও আমাদের প্রয়োজন হয় পাসওয়ার্ড।

আমাদের দৈনন্দিন ব্যবহারে প্রয়োজন গ্যাজেটও সুরক্ষিত রাখা সম্ভব পাসওয়ার্ডের সাহায্যে।

যাতে হ্যাকাররা আপনার পাসওয়ার্ডের নাগাল না পায় তাই তৈরি করুন স্ট্রং পাসওয়ার্ড।

স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর দেবেন?

নাম, জন্মতারিখ এইসব সহজ তথ্য যা অনায়াসে বোঝা যাবে তা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করাই ভাল।

স্পেশ্যাল ক্যারেক্টার ব্যবহার করতে পারেন স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য।

আগে ব্যবহার হয়ে গিয়েছে, এমন পাসওয়ার্ড আর ব্যবহার না করাই ভাল।

এই নিয়মগুলো অনুসরণ করলেই সহজে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন আপনি।

Thanks for Reading. UP NEXT

ফোন নম্বর মনে নেই? এই সহজ উপায়েই পারবেন জানতে

View next story