স্মার্টফোন কেনার সময় ব্যাটারির দিকে খেয়াল রাখা অবশ্যই দরকার।

বর্তমানে ভারতের বাজারে জনপ্রিয় হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারির ফোন।

এই ব্যাটারি যুক্ত ফোন কেন কিনবেন? কী কী সুবিধা পাবেন? চলুন জেনে নেওয়া যাক।

৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলে একবার চার্জ দিলে ফোন প্রায় দু'দিন চালু থাকবে। 

তবে সেক্ষেত্রে নেট সার্ফিং, ইমেল দেখা এইসব সাধারণ কাজ করতে হবে।

যদি আপনি গান শোনেন, ভিডিও দেখেন তাহলে চার্জ তাড়াতাড়ি শেষ হবে।  

কোনও ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলে আসলে কী বোঝায়?

ওই নির্দিষ্ট ব্যাটারিতে কতটা পরিমাণ এনার্জি স্টোর করা যাবে সেটা বোঝা যায়। 

এমএএইচ বলতে বোঝায় মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার। ব্যাটারির এনার্জি ক্যাপাসিটি মাপার ইউনিট এটি। 

ভারতে ৫০০০ এমএএইচ ব্যাটারির দাম ১০০ থেকে ৬০০ টাকা হতে পারে প্রতি পিসের ক্ষেত্রে।