অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে ভেবে দেখেতে পারেন পোস্ট অফিসের এই স্কিমের বিষয়ে।

এখানে বিনিয়োগ করে ভাল সুদের পাশাপাশি আপনি পাবেন সরকারি আর্থিক সুরক্ষা। দিনে ৪১৭ টাকা দিয়ে এই স্কিমে কোটিপতি হতে পারেন বিনিয়োগকারী।

স্টক মার্কেটে অধিক লাভের অনেক সুযোগ থাকলেও পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিমটি একটি উচ্চ আয়ের বিকল্প হতে পারে।

পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী এনআরআইরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না।

তবে কোনও ভারতীয় যিনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এনআরআই হয়েছেন, তিনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন।

এই ক্ষেত্রে ১ কোটি টাকা রিটার্ন পাওয়া যাবে স্কিমে।

আপনি যদি ২৫ বছরের জন্য একটি অ্যাকাউন্টে প্রতিদিন ৪১৭ টাকা জমা করেন, তাহলে আপনার মোট রিটার্ন এক কোটি টাকায় পৌঁছতে পারে।

এই স্কিমে ১৫ বছরের ম্যাচিউরিটির মেয়াদ রয়েছে। আপনি চাইলে এই মেয়াদ ৫ বছর করে দু'বার বাড়াতে পারবেন।

এ ছাড়াও পাবেন করছাড়ের সুবিধা। এই স্কিমে বর্তমানে ৭.১ শতাংশ বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। সবথেকে বড় বিষয়, চক্রবৃদ্ধি হারে দেওয়া হয় এই সুদ।

আপনি যদি ৫-৫ বছরের জন্য আরও দু'বার আপনার বিনিয়োগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে ১.০৩ কোটি টাকা আসবে ঘরে।