মন্দা এখন অতীত কথা। ভারতীয় বাজারে চলতি সপ্তাহেই শুরু হতে পারে টানা 'বুল রান'।
বিশেষজ্ঞরা বলছেন, সেই ক্ষেত্রে বুমের আগে সোমবারই কারেকশন মোডে চলে গেল নিফটি, সেনসেক্স।
এদিন সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে পুঁজিবাজারে পতন দেখা গিয়েছে। তবে প্রথম থেকেই চরম অস্থিরতা ছিল বাজারে।
অন্যদিকে, NSE-র 50-শেয়ার সূচক নিফটি 20.55 পয়েন্ট বা 0.11 শতাংশ কমে 18,329.15-তে বন্ধ হয়েছে।
সেনসেক্সের শীর্ষ 30টি স্টকের মধ্যে এদিন ১৮টি স্টক বেড়েছে, বাকি 12টি শেয়ারে পতন দেখা গিয়েছে। অন্যদিকে, নিফটির 50টি স্টকের মধ্যে 26টি স্টক পজিটিভে দৌড় থামিয়েছে।