মন্দা এখন অতীত কথা। ভারতীয় বাজারে চলতি সপ্তাহেই শুরু হতে পারে টানা 'বুল রান'।

বিশেষজ্ঞরা বলছেন, সেই ক্ষেত্রে বুমের আগে সোমবারই কারেকশন মোডে চলে গেল নিফটি, সেনসেক্স।

এদিন সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে পুঁজিবাজারে পতন দেখা গিয়েছে। তবে প্রথম থেকেই চরম অস্থিরতা ছিল বাজারে।

কিছু সময় পরপরই নিফটি লালে চলে গেলেও আবার সবুজে ফিরে আসছিল। যা বিনিয়োগকারীদের ট্রেড নিতে চিন্তায় ফেলছিল।

এদিন সকালে ব্যাঙ্ক নিফটির উত্থান দিনের লেনদেনে উধাও হয়ে যায়। পরিবর্তে এটি পতনের সঙ্গে বন্ধ হয়েছে।

আজকের ট্রেডিং সেশনে BSE 30-র শেয়ার সূচক সেনসেক্স 170.89 পয়েন্ট বা 0.28 শতাংশের লোকসানের সঙ্গে 61,624.15-তে বন্ধ হয়েছে।

অন্যদিকে, NSE-র 50-শেয়ার সূচক নিফটি 20.55 পয়েন্ট বা 0.11 শতাংশ কমে 18,329.15-তে বন্ধ হয়েছে।

সেনসেক্সের শীর্ষ 30টি স্টকের মধ্যে এদিন ১৮টি স্টক বেড়েছে, বাকি 12টি শেয়ারে পতন দেখা গিয়েছে। অন্যদিকে, নিফটির 50টি স্টকের মধ্যে 26টি স্টক পজিটিভে দৌড় থামিয়েছে।

আজ বেড়েছে HINDALCO 454.60 5.76 3,01,35,088
APOLLOHOSP 4,546.35 2.83 8,86,587
TATAMOTORS 433.50 2.36 1,79,96,083
GRASIM 1,745.95 2.19 15,65,139
POWER GRID 211.95 1.39 1,38,45,647

আজ কমেছে DRREDDY 4,368.00 -3.78 7,44,485
COALINDIA 246.90 -2.51 1,87,62,693
ITC 347.45 -2.50 1,76,39,889
HINDUNILVR 2,458.00 -1.80 21,37,131
SBIN 592.50 -1.46 1,29,57,268