ফ্যামিলি পেনশনের সুবিধা দিতে এবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

নতুন নিয়ম অনুসারে, দেশের হিংসাকবলিত এলাকায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের পরিবারের জন্যই নেওয়া হচ্ছে এই বিশেষ উদ্যোগ।

নতুন পেনশন নীতি অনুসারে, জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বের রাজ্য ও নকশাল প্রভাবিত রাজ্যগুলিতে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পরিবার পাবে এই সুবিধা।

আগের নিয়ম অনুসারে, দেশের হিংসা কবলিত রাজ্যগুলিতে কর্মরত কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী নিখোঁজ হলেই পারিবারিক পেনশন দেওয়া হত না পরিবারকে।

আইন মেনে সরকরি কর্মী মৃত ঘোষণা না করা পর্যন্ত তাঁর ওপর নির্ভরশীলরা পারিবারিক বা ফ্যামিলি পেনশন পেতেন না।

নতুন নিয়মে জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বের রাজ্য ও নকশাল কবলিত এলাকায় নিযুক্ত সরকারি কর্মী নিখোঁজ হলে তাঁর পেনশন সঙ্গে সঙ্গে তার পরিবারকে দেওয়া শুরু হবে।

তবে সেই কর্মী ফিরে এলে পেনশনের টাকা বেতন থেকে কেটে নেবে সরকার।

পেনশন বিভাগের নতুন নিয়ম নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ''যেসব অঞ্চলে সরকারি কর্মচারীদের নিখোঁজ হওয়ার ঘটনা বেশি ঘটে , এই নতুন নিয়ম তাদের পরিবারকে বড় স্বস্তি দেবে।''

এই বিশেষ ক্ষেত্রে একজন সরকারি কর্মচারী চাকরিতে নিখোঁজ হওয়ার পরে পারিবারিক পেনশনের ক্ষেত্রে NPS-এর স্থায়ী অবসর অ্যাকাউন্টটি 'সাসপেন্ডেড' থাকবে।

যতক্ষণ না সরকারি কর্মচারী ফিরে আসেন বা আইন অনুযায়ী তাঁকে মৃত ঘোষণা করা হয়, ততক্ষণ জারি থাকবে এই নিয়ম।

পরবর্তীকালে সরকারি কর্মী ফিরে এলে NPS অ্যাকাউন্ট ফের সক্রিয় করা হবে। সেই ক্ষেত্রে NPS-এর একই অ্যাকাউন্ট থাকবে কর্মীর।