৫৫ বছর আগে তোলা ছবি, তাতে অপরূপা পৃথিবী
১৯৬৮ সালে অ্যাপোলো-৮ থেকে তোলা ছবি
আজও নজিরবিহীন হয়ে রয়েছে
সেই প্রথম রঙিন ক্য়ামেরায় ধরা পড়ে পৃথিবী
আর সেই ছবি থেকেই শুরু পরিবেশ আন্দোলন
চাঁদকে প্রদক্ষিণ করছিল অ্যাপোলো-৮
সওয়ার ছিলেন জ্যোতির্বিজ্ঞানী বিল অ্যান্ডার্স, জিম লাভেল
জিমের ক্যামেরাতেই ধরা দেয় নীল-সাদা পৃথিবী
সাড়া পড়ে যায় গোটা পৃথিবীতে
তার পর ৫৫ বছর কাটলেও, আজও চিরন্তন ওই ছবি